পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় ক্রীড়াকে প্রধান্য দিয়ে থাকেন। তাইতো তার নেতৃত্বে দেশের ক্রীড়া জগতের ব্যাপক বিস্তার লাভ করেছে। তিনি দেশের ক্রিড়া বিদদের জন্য অত্যান্ত আন্তরিক।
সোমবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট’ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি
এ কথা বলেন।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) মোল্লা মো. আজাদ প্রমুখ।
এর আগে একই দিন দুপুরে মন্ত্রী জেলার নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন ‘জাতীর কল্যানে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কাজ করা উচিত। একজন সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ সরকারের মন্ত্রী-এমপিদের দেশের জনগনের প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে। কেননা, তারা দেশের জনগনের সেবক’।
নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মানুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, কৃষি কর্মকর্তা
দ্বিগবিজয় হাজরা, থানার অফিসারইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস