ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেমি-ফাইনালে শুক্রবার ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে শুক্রবার ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু  হবে ম্যাচটি।

এই নিয়ে সাফে বিগত ৫টি আসরের মধ্যে ৪টিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলংকার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে  দলটি।

ভুটানকে হাল্কা ভাবে নিতে চায়না ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ। বৃহস্পতিবার আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলন শেষে অধিনায়ক সাবিনা বলেন,‘ ভুটানের গত দুই ম্যাচ যদি দেখেন, তাহলে দেখবেন  নেপালের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা করেছে। শ্রীলংকার বিপক্ষে ভালো ব্যবধানে জিতেছে। শেষ সাফেও কিন্তু ওদেরকে গোল দিতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয়, ভুটান আগের তুলনায় এখন অনেক ভালো দল। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ভুটানের অধিধনায়ক পেনা চোডেন বলেন,‘ বিগত তিন মাস ধরে আমরা অনুশীলনে আছি। নেপালে আসার পরও আমাদের অনুশীলন অব্যাহত ছিল। শ্রীলংকার বিপক্ষে জয়ের মাধ্যমে আমরা ইতিহাস গড়েছি। সাফে এটি প্রথম জয়। আমরা এতে দারুন খুশি। এর মাধ্য্যমে আমাদের এনার্জি আরো বেড়েছে।’

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ভুটান, তবে অধিনায়কের ভাষ্য,‘ সেমিফাইনালে প্রথম হলেও  ২০১৯ সালে আমরা গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলেছি। সে ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলে হেরে গেছি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেমি-ফাইনালে শুক্রবার ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে শুক্রবার ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু  হবে ম্যাচটি।

এই নিয়ে সাফে বিগত ৫টি আসরের মধ্যে ৪টিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলংকার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে  দলটি।

ভুটানকে হাল্কা ভাবে নিতে চায়না ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ। বৃহস্পতিবার আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলন শেষে অধিনায়ক সাবিনা বলেন,‘ ভুটানের গত দুই ম্যাচ যদি দেখেন, তাহলে দেখবেন  নেপালের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা করেছে। শ্রীলংকার বিপক্ষে ভালো ব্যবধানে জিতেছে। শেষ সাফেও কিন্তু ওদেরকে গোল দিতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয়, ভুটান আগের তুলনায় এখন অনেক ভালো দল। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ভুটানের অধিধনায়ক পেনা চোডেন বলেন,‘ বিগত তিন মাস ধরে আমরা অনুশীলনে আছি। নেপালে আসার পরও আমাদের অনুশীলন অব্যাহত ছিল। শ্রীলংকার বিপক্ষে জয়ের মাধ্যমে আমরা ইতিহাস গড়েছি। সাফে এটি প্রথম জয়। আমরা এতে দারুন খুশি। এর মাধ্য্যমে আমাদের এনার্জি আরো বেড়েছে।’

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ভুটান, তবে অধিনায়কের ভাষ্য,‘ সেমিফাইনালে প্রথম হলেও  ২০১৯ সালে আমরা গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলেছি। সে ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলে হেরে গেছি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ