পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পৃথক অভিযনে ৬ শত পিস ইয়াবা ও ৩শত গ্রাম গাঁজা সহ দুই জনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৫০০পিচ ইয়াবা সহ রাকিবুল হাসান (১৯) নামের এক তরুনকে র্যাব এবং জাকির খান (৩৭) ও আছাদ হাওলাদার (৩০) নামের দুই যুবকে ইয়াবা ও গাঁজা সহ ডিবি পুলিশ গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৮ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে রকিবুল হাসানকে ৫০০পিস ইয়াবা সহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রাকিবুল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার রায়েন্দা এলাকার তিনরাস্তার মো. বেলাল তালুকদারের ছেলে।
র্যাব-৮ জানান, ওই দিন বিকাল সোয়া ৪টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া হতে কাঠালিয়াগামী পাঁকা রাস্তার সাইবের খাল ব্রীজের পাশের চার রাস্তার মোড়ের উপর মাদক বেঁচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই রাকিবুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে সাথে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি নুর ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস র্যাবের হাতে ইয়াবা সহ ওই তরুন গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি ব্যার-৮ এর পক্ষ থেকে মৌখিকভাবে শুনেছি। তবে আটককৃতকে এখনো থানায় হস্তান্তর করা হয় নি।
ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হালদার জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া টাক বাজার এলাকা থেকে মাদক বেঁচা-কেনা কালে জাকির হোসেন খান (৩৭)কে ৩ শত গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃত জাকির ওই উপজেলার ঘটিচোরা গ্রামের মৃত আলম খানের ছেলে।
এ ছাড়া একই দিন রাত ৯টার দিকে ডিবি পুলিশ মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে আছাদ হাওলাদার (৩০ ) কে ১০০পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। ডিবি পুলিশের মঠবাড়িয়া ওসি মো. আসলাম উদ্দিন ওই দুই যুবকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকআইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস