ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যেই ২দিন ব্যাপি জেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ছ। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত। এই প্রতিযোগিতায় সমাপনি ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলর সম্বয়ক আলহাজ্ব আমির হাসন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক মাঃ জোহর আলীর সভাপতিত্ব পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মাঃ শাহ আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান বক্তব্য রাখেন। আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান অতিথি হিসেব উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য আমির হোসেন আমু বলেছেন, ক্রীড়া মানুষের মধ্য সৃষ্টিশীলতা তৈরী করে এবং মাদকসহ নানা ধরণের ক্ষতিকর দিক থেকে আত্মরক্ষা করার মনোবল তৈরী করে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মধ্যে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার প্রয়োজন রয়েছে। সরকার প্রাথমিক পর্যায় থেকেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। এর সুফল জাতীয় জীবন কিছুটা প্রতিফলিত হচ্ছে।
জেলা পর্যায়ে ফুটবলে বালক বিভাগে ঝালকাঠি সরকারী উচ বিদ্যালয় ও বালিকা বিভাগে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অন্য প্রতিযোগীতার মধ্যে হ্যান্ডবলে বালক বিভাগে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে সরকারি হরচদ্র বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি প্রতিযোগীতায় কাঠালিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও সাতার ও কাবাডি প্রতিযোগীতায় ব্যক্তিগতভাব ৪টি উপজেলার প্রতিযোগীরাই বিভিন্ন ইভেন্টে পুরষ্কৃত হয়েছে।
বাধন রায়/ ইবিটাইমস