ওয়াজ মাহফিলে ভিয়েনায় অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
ইউরোপ ডেস্কঃ ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া ব্যুরো চীফ জানান,গতকাল ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বার্ষিক ওয়াজ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্কলার ও টিভি ওয়ানের পরিচালক শায়খ আবদুর রাহমান মাদানী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল এস (S)ইউকে টিভির উপস্থাপক এবং বর্তমান সময়ের তরুণ মোটিভেশনাল স্পিকার মুহাম্মাদ জুনায়েদ ভুঁইয়া। এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিল সঞ্চালনার দায়িত্বে ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম শায়খ আবদুস সাত্তার। ওয়াজ মাহফিলেের শুরুর পূর্বে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। তারপর একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হাফেজ মোশাহিদুল ইসলাম।
ওয়াজ মাহফিলেের দ্বিতীয় তথা মূল পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হাফেজ জাহেদ আহমেদ। তারপর সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম শায়খ সায়েদুর রহমান আল আজহারী।
সায়েদুর রহমান আল আজহারী তার বক্তব্যে লন্ডন থেকে আগত অতিথি বৃন্দকে ভিয়েনায় স্বাগত জানান। তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে এমন একটি সুন্দর ও সঠিক অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক,রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এই ধরণের অনুষ্ঠান বেশী বেশী করে করার অনুরোধ করেন। যাতে আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পরবর্তী প্রজন্ম ইসলামের সঠিক দিক নির্দেশনা পায়।
ওয়াজ মাহফিলেের বিশেষ বক্তা মুহাম্মাদ জুনায়েদ ভুঁইয়া ইউরোপে আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর চরিত্র গঠনের আহবান জানান। তাছাড়াও তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতিকে তাকে নিমন্ত্রণ করায় ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের জীবনে ইসলাম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াজ মাহফিলেের প্রধান বক্তা শায়খ আব্দুর রাহমান মাদানী আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদ সা: এর অনুসরণে ইসলাম প্রতিষ্ঠার আহবান জানান। তিনি আরও বলেন আমাদের এই ইউরোপীয় পাশ্চাত্য জীবনে আমাদের পরবর্তী প্রজন্মের সত্যিকারের জীবন গড়তে ইসলামিক জীবন ব্যবস্থার কোন বিকল্প নাই বলে জানান।
তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অভিভাবকদের প্রথমে নিজেদের জীবনে ইসলাম প্রতিষ্ঠার আহবান জানান। তিনি আরও বলেন ছোট ছেলেমেয়েরা তাদের মা-বাবা বা অভিভাবকদের অনুসরণ করে থাকে। ফলে অভিভাবকদের ইসলামিক জীবন দেখে সন্তানেরাও ইসলামের প্রতি আকৃষ্ট হবে। ওয়াজের শেষ পর্যায়ে শায়খ আব্দুর রহমান মাদানী উপস্থিত মুসুল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যের পর ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদের সাউন্ড সিস্টেমের উন্নতির জন্য মসজিদ কর্তৃপক্ষের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে উপস্থিত মুসুল্লিরা প্রায় চার হাজার ইউরোর ওপরে দান করেন।
ওয়াজের শেষে মাগরিব নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল মামুর ভিয়েনা ১০ মসজিদের সভাপতি জাফর আহমেদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মামুন হাসান। মামুন হাসান তার সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উদ্যেশ্যে বলেন,আমাদের কমিউনিটির সবচেয়ে পুরাতন এই সংগঠনের বার্ষিক সদস্য নবায়নের শেষ তারিখ এই মাস অর্থাত সেপ্টেম্বরের ৩০ তারিখ। তিনি সকলকে সমিতির নির্ধারিত নামমাত্র ফি দিয়ে সদস্য পদ নবায়নের আহবান জানান।
সবশেষে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি মাহবুবুল ইসলাম সমিতির উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলেে আসার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমিতির সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের পর মাগরিব নামাজে ইমামতি করেন শায়খ আবদুর রহমান। নামাজের পর তিনি উপস্থিত মুসুল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া পরিচালনা করেন।
এম আর/ইবিটাইমস