ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কাযার্লয়ে আসন্ন জেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ।
সোমবার সকাল সাড়ে ১১ টায় এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম সভাপত্বি করেন । সভায় জেলা পরিষদ নিবার্চনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড:খান সাইফুল্লাহ পনিরকে চেয়ারম্যান পদে এবং উপজেলা পযার্য় অন্যদের সদস্য পদে দলীয় মনোনয়ন দেয়ায় দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় । আলোচনার সভার পূর্বে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্ত এ্যাড: খান সাইফুল্লাহ পনিরকে দলীয় বিভিন্ন পযার্য়ে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত করা হয় ।
আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ ও তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, শহর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির ও জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু প্রমুখ ব্যক্তব্য রাখেন । এর পরে এ্যাড: খান সাইফুল্লাহ পনির উপজেলা পযার্য়ে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নিয়ে জেলা নিবার্চন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ।
বাধন রায় /ইবিটাইমস