ভিয়েনা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জাবীন কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম এর আদালত ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন-জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিন কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. হারুন ও আবুল কালাম ওরফে কালু। একই সাথে প্রত্যেককে আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। ওই মামলার অভিযুক্ত অন্য ৩ জনকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা
হয়।

নিহত রফিকুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়লিয়া গ্রামের মো. হালিম হোসেনের ছেলে। সে তার মায়ের সাথে পিরোজপুরের ইন্দুরাকানীর উপজেলার দক্ষিন কলারন গ্রামের মামা বাড়িতে থাকতো। ওই হত্যার ঘটনায় নিহতের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে দন্ডপ্রাপ্ত ২ জন সহ ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৬ সালের ৮ মার্চ সকালে নিহত মো. রফিকুল ইসলাম (১৩) ও তার বড় ভাই মো.রিয়াদুল খেজুর গাছের রস নামাতে য়ায়। এসময় ওই রফিকুল একটি গাছের রস নামিয়ে সে নামাজ পড়ার কথা বলে মসজিদে যায়। পরে ভাই রফিকুল ফিরে না আসলেও বড় ভাই খেজুরের রস নিয়ে বাড়ি চলে যায়। ওই দিন সকাল ৮টার দিকে স্থানীয় ফজলুল হক নামের এক জেলে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় নুর মোহাম্মাদ তহশিলদারের মিস্টি আলুর ক্ষেতে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ দেখে তিনি নিহতের মামাকে খবর দেন।

ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম ওই রায়ের তথ্য নিশ্চিত করে জানান, ওই হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। এ সময় দন্ডপ্রাপ্ত হারুন পলাতক ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জাবীন কারাদন্ড

আপডেটের সময় ০২:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম এর আদালত ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন-জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিন কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. হারুন ও আবুল কালাম ওরফে কালু। একই সাথে প্রত্যেককে আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। ওই মামলার অভিযুক্ত অন্য ৩ জনকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা
হয়।

নিহত রফিকুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়লিয়া গ্রামের মো. হালিম হোসেনের ছেলে। সে তার মায়ের সাথে পিরোজপুরের ইন্দুরাকানীর উপজেলার দক্ষিন কলারন গ্রামের মামা বাড়িতে থাকতো। ওই হত্যার ঘটনায় নিহতের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে দন্ডপ্রাপ্ত ২ জন সহ ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৬ সালের ৮ মার্চ সকালে নিহত মো. রফিকুল ইসলাম (১৩) ও তার বড় ভাই মো.রিয়াদুল খেজুর গাছের রস নামাতে য়ায়। এসময় ওই রফিকুল একটি গাছের রস নামিয়ে সে নামাজ পড়ার কথা বলে মসজিদে যায়। পরে ভাই রফিকুল ফিরে না আসলেও বড় ভাই খেজুরের রস নিয়ে বাড়ি চলে যায়। ওই দিন সকাল ৮টার দিকে স্থানীয় ফজলুল হক নামের এক জেলে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় নুর মোহাম্মাদ তহশিলদারের মিস্টি আলুর ক্ষেতে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ দেখে তিনি নিহতের মামাকে খবর দেন।

ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম ওই রায়ের তথ্য নিশ্চিত করে জানান, ওই হত্যা মামলায় দুই সহোদরের যাবৎজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। এ সময় দন্ডপ্রাপ্ত হারুন পলাতক ছিলেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস