সিমা বেগম,ভোলা সদর প্রতিনিধিঃ “ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি ” এই প্রতিপাদ্যে সড়কের দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখার আয়োজনে সোমবার (৫ সেপ্টেম্বর) মোস্তফা কামাল বাসস্ট্যান্ড প্রাঙ্গনে এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোলা শহর ও যানবাহন শাখার টিআই (প্রশাসন) মো. আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম)।।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের চাহিদা কি সে বিষয়ে আমাদের সকলের নজর দিতে হবে। জনগণ যেভাবে চায় সেভাবেই আমাদের যানবাহন সেবা প্রদান করতে হবে। এক্ষেত্রে যানবাহনের পরিবেশ সুন্দর করতে বাস মালিকদের পরামর্শ দেন এবং যাত্রীদের সাথে হয়রানিমূলক আচরণ না করার আহবান জানান।
তিনি বলেন, যাত্রীরা আমাদের বিভিন্ন রকম হয়রানির খবর ও ভিডিও দিয়ে থাকেন। এগুলো মিথ্যা বা ভিত্তিহীন নয়। এ বিষয়ে কেউ যদি থানায় অভিযোগ জানায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত সকলকে সতর্ক করেন।
পুলিশ সুপার আরও বলেন, চালকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে যাতে চালক ঠান্ডা মাথায় গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়। মোটর সাইকেল চালকসহ আরোহিদের অবশ্যই হেলমেট পড়তে হবে। সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে চালকদের পাশাপাশি পথচারী ও যাত্রীদের সচেতন হতে হবে। সকলকে ট্রাফিক আইন এবং সড়কে চলাচল বিধিমালা জানতে ও মানতে হবে। সড়ক দূর্ঘটনা রোধের জন্য কাউকে দোষারোপ নয়, বরং নিজে দায়িত্ব গ্রহন করতে হবে।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারের বক্তব্যের পর উপস্থিত থ্রি-হইলার চালকদের মত প্রকাশ জানতে চান পুলিশ সুপার। মত প্রকাশে থ্রি-হইলার লাইম্যান মো. সবুজ অভিযোগ করে বলেন, বিআরটিএ থেকে দেয়া কাগজপত্রে ভোলা-ইলিশা সড়কটি মহাসড়ক নয়, একটি আঞ্চলিক সড়ক। যেখানে থ্রি হইলার যানবাহন চলাচলের অনুমতি রয়েছে। আমরা থ্রি হইলার যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু প্রতিদিন আমাদেরকে ভোলা বাস মালিক সমিতির নেতাকর্মীদের কাছে জিম্মি হয়ে থাকতে হয়। আমরা নিরুপায় হয়ে গাড়ি চালাতে পারছি না।
এ কথা বলার পরপরই উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সামনে শুরু হয় হট্টগোল। বাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী ওই লাইনম্যানকে তুইতোকারি করে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাকে মারধর করতে উদ্ধৃত হয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ সভাস্থ নিয়ন্ত্রণ করেন।
বাস মালিক সমিতির নেতাকর্মীদের ভয়ে ওই লাইনম্যানসহ আরো কয়েকজন নেতাকর্মী সভাস্থ থেকে প্রাণ শঙ্কায় চলে যান। যা নিয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, বিআরটি এর সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুস মিয়া, সদর উপজেলার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, বাস মালিক সমিতির প্রতিনিধি আবুল কালাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাস চালক-শ্রমিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোলা/ইবিটাইমস