পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র্যাব-৮ । আটকরা হলেন- পিরোজপুর জেলা সদরের পশ্চিম হরিণা এলাকার মো. বাহাদুর শেখ (৪৩), উকিলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮) ও খুমুরিয়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২)।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন কুমার মিস্ত্রীর গাড়ি রাখার গ্যারেজে অভিযান চালানো হয়।
এ সময় আটকদের তিনজনের কাছ থেকে ৩৩৭ ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা, নগদ চার হাজার ৩৩০ টাকা, ইউএসএ’র তৈরি একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি গোপন ক্যামেরা যুক্ত কালো রংয়ের চশমা এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্যব্য নিয়ন্ত্রেণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান ওই আটকের তথ্য নিচ্চিত করেন। ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস