ভিয়েনা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি- প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘ অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি। এ সেতুর ফলে পিরোজপুর জেলার পেয়ারা-আমড়া রাজধানীবাসী তাজা তাজা খেতে পারবে। দক্ষিনাঞ্চলের খর শ্রতা নদীগুলো এ অঞ্চলের মানুষের উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই এ এলাকা উন্নয়নে দক্ষিনাঞ্চলের দেয়ারিয়া সেতু, গাবখান সেতু সহ বিভিন্ন সেতু নির্মানের মাধ্যমে এ এলাকার যোগাযোগ সহজ করে দেয়া হয়েছে’।

রবিবার (০৪ সেপ্টেম্বর) পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগদান করে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুনিরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় তারা বেঁচে যান। কিন্তু এ হত্যার বিচার যাতে না হয় সে জন্য পরবর্তীর সরকার আইন করে এবং খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী দেয়া সহ পুরস্কৃত করে। যা জাতির জন্য কলঙ্কজনক। আর এতে আর্ন্তজাাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে’।

এসময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন ‘ এ সেতুটি দক্ষিন বাংলার জন্য আরেকটি সাফল্য। এ অঞ্চলের মানুষের জন্য এটিও একটি পদ্ম সেতু। কেনান, এ সেতুর ফলে এ অঞ্চলের ব্যবসা-বানিজ্যের উন্নতি সহ যোগাযোগে আমুল পরিবর্তন আনবে’।

পিরোজপুরের কুমিরমারা ও কাউখালীর বেকুটিয়া প্রান্তে একই সময়ে পৃথক দু’টি সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়াল, পিরোজপুর-২ আসনের এমপি জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসন মো. জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৮ সালের অক্টোবর মাসে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৮৮৯ কোটি ট্যাকে নির্মিত সেতুটি ৯৯৮ মিটার দৈর্ঘের এ সেতুটি অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এ সেতুটি খুলে দেয়ার ফলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা
আরো এক ধাপ এগিয়ে যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি- প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

পিরোজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘ অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি। এ সেতুর ফলে পিরোজপুর জেলার পেয়ারা-আমড়া রাজধানীবাসী তাজা তাজা খেতে পারবে। দক্ষিনাঞ্চলের খর শ্রতা নদীগুলো এ অঞ্চলের মানুষের উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই এ এলাকা উন্নয়নে দক্ষিনাঞ্চলের দেয়ারিয়া সেতু, গাবখান সেতু সহ বিভিন্ন সেতু নির্মানের মাধ্যমে এ এলাকার যোগাযোগ সহজ করে দেয়া হয়েছে’।

রবিবার (০৪ সেপ্টেম্বর) পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগদান করে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুনিরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা বিদেশে থাকায় তারা বেঁচে যান। কিন্তু এ হত্যার বিচার যাতে না হয় সে জন্য পরবর্তীর সরকার আইন করে এবং খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী দেয়া সহ পুরস্কৃত করে। যা জাতির জন্য কলঙ্কজনক। আর এতে আর্ন্তজাাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে’।

এসময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন ‘ এ সেতুটি দক্ষিন বাংলার জন্য আরেকটি সাফল্য। এ অঞ্চলের মানুষের জন্য এটিও একটি পদ্ম সেতু। কেনান, এ সেতুর ফলে এ অঞ্চলের ব্যবসা-বানিজ্যের উন্নতি সহ যোগাযোগে আমুল পরিবর্তন আনবে’।

পিরোজপুরের কুমিরমারা ও কাউখালীর বেকুটিয়া প্রান্তে একই সময়ে পৃথক দু’টি সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়াল, পিরোজপুর-২ আসনের এমপি জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসন মো. জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৮ সালের অক্টোবর মাসে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৮৮৯ কোটি ট্যাকে নির্মিত সেতুটি ৯৯৮ মিটার দৈর্ঘের এ সেতুটি অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এ সেতুটি খুলে দেয়ার ফলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা
আরো এক ধাপ এগিয়ে যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস