হবিগঞ্জ প্রতিনিধি: আজ ১ সেপ্টেম্বর সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরাণ বাজারে ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তারসহ উপজেলা চেয়ারম্যান আব্দুল রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম উপস্থিত ছিলেন। পরে উপজেলার নিশাপট গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় বক্তারা জানান, জেলায় প্রতিদিন ১৩ হাজার ৬শ’ জন কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল কিনতে পারবেন।
অপরদিকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জেলায় ৭৮টি ইউনিয়নে ১৫৩ জন ডিলারের মাধ্যমে ৭৮ হাজার ৪৮৮ জন উপকারভোগীর মধ্যে সপ্তাহে নির্ধারিত ৩ দিন খাদ্যশস্য বিক্রি করা হবে। একজন কার্ডধারী ১৫ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ সময়ে ন্যায্যমূল্যে চাল কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস