ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের লাকড়ি ঘরের মাচার চাপায় ঘটনাস্থলেই সামিয়া (১০)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া ওই এলাকার মো. বাবুলের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আহতরা হলেন; কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), মো. গিয়াসউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা, হাবিবুর রহমানের মেয়ে সামিয়া (৯),মো. মাসুদের মেয়ে
সুমাইয়া (১১)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ সকল শিক্ষার্থীরা এই এলাকার বাসিন্দা
আহত শিক্ষার্থীদের স্বজনরা জানান, বিকাল থেকে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে মাদ্রাসার লাকড়ি ঘরের মাচার উপর লাকড়ি উঠাচ্ছিলেন। মাগরিবের নামাজের আগে হঠাৎ লাকড়ির ওজন বেশি হওয়ায় ঘরের মাচা ভেঙে নিচে পড়ে। ওই সময় ঘটনাস্থলেই সামিয়া মারা যায়। আহতদের মাথাসহ বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।
এব্যাপারে জানতে মাদ্রাসার পরিচালক মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. শাহিন ফকির জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনজুর রহমান/ইবিটাইমস