অবশেষে আজ শনিবার (২৭ আগস্ট) দুবাইতে পর্দা উঠছে ১৫তম এশিয়া কাপের
স্পোর্টস ডেস্কঃ এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এই এশিয়ান কাপ ক্রিকেট। বিশ্ব ক্রিকেটের অত্যন্ত শক্তিশালী একাধিক দেশ এশিয়ান ক্রিকেটের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
এশিয়ার ৬ টি দেশ দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুই দলকে নিয়ে হবে সুপার ফোরের লড়াই। সেখান থেকে সেরা দুই দল যাবে ফাইনালে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
১৫তম এশিয়ান কাপ ক্রিকেটে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এক সাক্ষাৎকারে বলেন,শাকিব থাকলে দলে কোনও কোচের প্রয়োজন নেই। পাপন আরও বলেন, “একটা জিনিস মনে রাখা দরকার। শাকিব অধিনায়ক হলে কে কোচ হল বা না হল সেটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। ও সেরা একাদশ বেছে নেবে।
সকলের জানা উচিত, দলের প্রথম একাদশ শাকিবই বেছে নেয়। অবশ্যই ও কোচের পরামর্শ নেয়। কিন্তু কোচও সেই একাদশই মেনে নেয়, যেটা অধিনায়ক চায়। আমাদের দলে কোচ নেই, কিন্তু খালেদ মাহমুদ (টিম ডিরেক্টর) এবং জালাল ইউনিস (বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান) আছে। আমি আছি। আর কাকে প্রয়োজন?”
আগামী মঙ্গলবার (৩০ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাতে রাত আটটায় বাংলাদেশ তাদের প্রথম খেলায় আফগানিস্তানের মুখোমুখি হবে।
কবির আহমেদ /ইবিটাইমস