ভোলা জেলা প্রতিনিধিঃ ৫ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে যাওয়া ভোলার চরফ্যাশন উপজেলার ২টি ট্রলারের ১৬ জনসহ ১৮ জেলের । তবে ঝড়ের রাত থেকেই এসব জেলের কোন খোঁজ মিলছে না। অপর ২ নিখোঁজ জেলে হলে লালমোহনের ও বোরহানউদ্দিনের।
তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে তাও জানা নেই কারো। তবে নিখোঁজদের সন্ধানে মাঠে আছে কোস্টগার্ড। সন্ধানের চেস্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল।
এদিকে নিখোঁজ জেলেদের সন্ধান না পাওয়ায় আতংক-উৎকন্ঠা বাড়ছে। কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল জানান, গত (১৭ আগষ্ট) সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিন,সহ ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারে সাগরে যায়। বৈরি আবহাওয়ার পর থেকেই তাদের কোন খোঁজ পাই না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। জীবিত কি মৃত তাও জানা নাই, সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে আমার ভাই সহ সকলকে খুজে পেতে সহযোগীতা করেন।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ২ ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে।
জেলা মৎস্যকর্মকর্তা মোল্লা ওবায়েদুল্লাহ বলেন, শুকবার রাতে ঝড়ের কবলে পড়ে ২০-২৫ টি ট্রলারেরর ২ শতাধিক নিখোজ ছিলো, এদের বেশিররভাগ উদ্ধার হয়েছে, নিখোঁজ আছে ১৮ জন। তাদেরকে সন্ধানের চেস্টা চলছে।
মনজুর রহমান/ইবিটাইমস