পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বিকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে স্থানীয় ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল-অঅমীন খানের পরিচালনায় অনুষ্ঠিত ওই শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের আহব্বাযক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাস্টার শাহ আলম আকন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।
এসময় বক্তারা ’৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্ব- পরিবারকে হত্যাকারীদের ও পরে শেখ হাসিনাকে হত্যা করতে একাধীকবার গ্রেনেট হামলার সাথে জড়িতদের বিচারের রায় কার্যকর করতে দাবী জানান।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস