‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে’-অধ্যক্ষ আলমগীর হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর:  বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আন্দোলনের মাধ্যমে রাতের  ভোটে নির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে। আন্দোলনের মাধ্যমে এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন করাতে এই সরকারের বাধ্য করা হবে। প্রয়োজনে আমরাও ভোলার নুরে আলম এর মত রাজপথে নিজেদের  জীবন রাজপথে বিসর্জন দেব। আর এ কাতারের প্রথম সৈনিক হতে রাজী আছি’।

সারাদেশে সীমাহীন লোডশেডিং ও জ্বালানী খাতে দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে সোমবার (২২ আগস্ট)  জেলার কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত  বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে  তিনি এ কথা বলেন।  এ সময় তিনি সকলকে আগামী সকল আন্দোলনে মাঠে থাকার শপথ করান।

কউখালী উপজেলা বিএনপি’র  সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচী  হিসাবে ওই দিন সকাল সাড়ে ১০টার  দিকে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর য্ওায়ার পর পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই আমরা প্রতিবাদ সমাবেশ করি’।

উপজেলার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন উপজেলা   বিএনপি’র সভাপতি এসএম আহসান কবীরের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ এর পরিচালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাভলু, পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব ছওরোয়ার হোসেন হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, জেলা যুবদলর সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে সীমাহীন লোডশেডিং ও জ্বালানী খাতে দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে নিরাবিচ্ছন্ন বিদুৎ ও জ্বালানী সরবরাহ দাবিতে এবং গত ৩১ জুলাই পুলিশের গুলিতে ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে  বিএনপি’র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কাউখালী উপজেলা বিএনপির উদ্যেগে ওই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠিত হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »