ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটে ঘটেছে। এ ঘটনায় ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়াও সন্ধান মিলছে না আরও ৩ ট্রলারের।
শুক্রবার মধ্যরাতে চরফ্যাশনের শামরাজ ঘাটের অদুরে সাগর মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ৫ টি টিম সাগরে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে লালমোহনের বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১৮ মাঝির মধ্যে ৫ জন উদ্ধার হলেো এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন।
এছাড়াও চরফ্যাশনের কুকরি-মুকরি থেকে একটি ট্রলার ও ঢালচর থেকে আরো দুটি ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঝড়ের কবলে ট্রলার ডুবির খবর পেয়েছি, তবে তার নিদিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। কোস্টগার্ড দক্ষিন জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, সাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কোস্টগার্ডে ৫ টি টিম সাগরে অভিযানে রয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস