ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে লঘুচাপে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে পাঠানো মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ আগস্ট) বিকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গুচ্ছগ্রামে একশ পরিবারের ঘরে ঘরে ওই খাবার বিতরণ করেন। ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মুসুদ করিম তালুকদার ইমন ও স্থানীয় ইউপি সদস্য সোলায়মান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারে চাল ১০ কেজি, মুসর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, লবন ১ কেজি, চিড়া ২ কেজি এবং নুডুলস ১ প্যাকেট করে দেয়া হয়। বিতরনকৃত এ সব খাবারের মধ্যে চাল ও তেল ছাড়া বাকি সব খাবারের মেয়াদ এ বছরের জুনের আগে শেষ হয়েছে। বিষয়টি উপকারভোগীদের চোখে পড়লে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের জানান। পরে বিতরনকৃত ওই সব খাবার আবার ফেরত নেয়া হয়।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেছা খানম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খাবারের প্যাকেটগুলো জেলা
প্রশাসক স্যারের ওখান থেকে পাঠানো হয়েছিলো। তা বুধবার ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করার পর কোন একভাবে জানতে পারি খাবারগুলো পন্যগুলো
মেয়াদোত্তীর্ন ছিলো। পরে তা সংগ্রহ করে ফেরত নিয়ে আসা হয় এবং একই ধরনের খাবার স্থানীয় বাজার থেকে ক্রয় করে ক্ষতিগ্রস্থদের প্রদানের জন্য প্যাকেট করা হচ্ছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস