কাতার বিশ্বকাপ ফুটবলে ইসরাইলিদের পরিচয় দিতে হবে ফিলিস্তিন হিসেবে

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে নিজ দেশের পরিচয়ে যেতে ‍পারবেন না ইসরাইলের ফুটবল ভক্তরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে টিকিট ও হোটেল বুকিং দিতে হলে তাদের পরিচয় দিতে হবে ফিলিস্তিনের।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী নভেম্বর মাস থেকে মাস ব্যাপী অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি করার জন্য ফিফার কাছ থেকে অনুমতি পেয়েছে ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামে একটি কোম্পানি।

তাদের অনলাইন স্টোরে গিয়ে বিড়ম্বনার শিকার ইসরাইলিরা। কারণ সেখানে দেশটির নাম নিবন্ধন করা হয়নি। তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল হিসেবে।’

উইন্টারহিল হসপিটালিটি কোম্পানির একজন সেলস এজেন্ট ওয়েবসাইটে এই পরিবর্তন এনেছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের ফুটবলপ্রেমীরা। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন নিউজম্যাক্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

মুসলিম দেশগুলোর বেশিরভাগের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের। তাদের সঙ্গে সম্পর্ক নেই বিশ্বকাপের আয়োজক কাতারেরও। বরং ফিলিস্তিন- ইসরাইল দ্বন্দ্বে কাতার বরাবরই ফিলিস্তিনের পক্ষে। অনেক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের মতো, কাতারের কাছেও ইসরাইলে ফিলিস্তিনের জোরপূর্বক দখলদার একটি দেশ। যাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়া যায় না।

তবে বিশ্বকাপ যেহেতু একটি বৈশ্বিক প্রতিযোগিতা, এখানে পুরোপুরি হস্তক্ষেপ করতে পারে না আয়োজক রাষ্ট্রটি। এ বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শরণাপন্ন হয় ইসরাইলে। ফুটবলের অভিভাবক সংস্থাটির মধ্যস্থতায় অবশ্য ফুটবল সমর্থকদের কাতার যাত্রা সহজ করতে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সমর্থকরা নিজেদের পাসপোর্ট দিয়েই কাতারে দিয়ে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।

তবে অনলাইনে ম্যাচের টিকিট কেনার পর তাদের একটি ফ্যান আইডি দেয়া হবে। সেটার মাধ্যমে তারা ফ্লাইট বুকিং, হোটেল এবং গাড়ি ভাড়া করতে পারবেন। তেল আবিব থেকে তারা সরাসরি বিমান ধরতে পারবেন কাতারের দোহায়।

এখানে উল্লেখ্য যে,আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ২২তম বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর। বৈশ্বিক এ আসরে ৩২ দলের তালিকায় যদিও ইসরাইলে নেই, তারা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে মাঠে উপস্থিত হতে চায়।

এদিকে পূর্বের পরিকল্পনা অনুযায়ী কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল ২১ নভেম্বর ২০২২। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন আর কোনো ম্যাচ রাখা হয়নি।

ফিফা জানিয়েছে, ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সম্মতির ভিত্তিতে বিশ্বকাপ একদিন এগিয়ে আনা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশের ফুটবল সংস্থার সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »