পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা; আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল সহ ৩০ নেতা-কর্মী আহত হয়েছে।

জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীল হোসেন জানান, জ্বালানী তেলের দাম , গণপরিবহনে ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে  কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসাবে

শুক্রবার (১২ আগস্ট) বিকালে   পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশ শেষে নেতা-কর্মীরা বাড়ি ফেরার কালে ছাত্রলীগের এক গ্রুপ অতর্কিত হামলা করে। হামলায় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শেখ বদি উজ্জামান রুবেল সহ কমপক্ষে ৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

এ সময় বিএনপি’র দলীয়  কার্যালয়ের দরজা-জানালা ভাংচুর সহ কর্মসূচীতে নাজিরপুর থেকে নেতা-কর্মীদের  বহন করা ৩ টি  বাস ভাংচুর   করা হয় বলে দাবী করেন তিনি।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান তালুকদার জানান, সমাবেশ শেষে সামান্য কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শুনেছি একটি বাস ভাঙ্গা হয়েছে। সেখানে যাচ্ছি।

প্রত্যদর্শী জেলার   ছাত্রদলের  সাংগঠনিক  সম্পাদক  মো. সালাউদ্দিন তালুকদার কুমার জানান, কর্মসূচী শেষে নেতা-কর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময়
অতক্রিত হামলা করে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেলকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, ওই দিন বিকাল ৩টার পর থেকে জেলা বিএনপি’র  দলীয়  কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত  ওই বিক্ষোভ সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে  বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ,  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা স্বেচ্ছা সেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ‘সরকারের মদদে আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার। কারন সরকার বুঝতে পেরেছে এই সরকার আর বেশি দিন নাই। চলে যাওয়ার আগে যা খাওয়ার লুটেপুটে খেয়ে যাওয়ার চেষ্টা করছেন। যানবাহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিচারহীনতার কারণে আজকে দেশের মানুষের জীবন শংকিত। জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় মাত্রায় বৃদ্ধি করায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই এই সরকারকে আর কোন ভাবেই ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া যাবে না। সরকার এতদিন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কথা বলে আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। সরকার বলেছে দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারা দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন’।

বক্তারা এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সাথে রাজপথে প্রস্তুত থাকার আহ্ববান জানান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »