আগস্ট আসলেই বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠে- এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগস্ট মাস আসলেই বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে খুনিরা।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকপ্লনা করছে এসব খুনিরা। বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে, দেশের কোনও উন্নয়ন করেনি। জাতির পিতার সুযোগ্য কন্য দেশরত্ন শেখ হাসিনা যখনই রাষ্ট্রভার গ্রহণ করেছেন, তখনই দেশের ও দেশবাসীর ভাগ্যোন্নয়ন হয়েছে।

শুক্রবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভায় বক্তব্যকালে আওয়ামীলীগের বিভিন্ন নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্প গ্রহণ ও তা বাস্তবে রুপ দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল, তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় বাঙালি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু জাতি। তাই দেশ ও দেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনাকে বারবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আরও অনেকে।

দীর্ঘদিন অসুস্থ থাকায় ব্যাঙ্কক থেকে চিকিৎসা শেষে ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার সকালে লালমোহন পৌছলে লালমোহন উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »