ভিয়েনা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৫ পুলিশের বিরুদ্ধে আরেক মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ১১ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান
বাদি হয়ে  ৪৫  পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন। মামলায় ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ৪৫ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।ছাড়াও আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন তাখিল করতে ভোলা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী  এডভোকেট আমিরুল হক বাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে  পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির  পক্ষ থেকে দুটি এবং পুলিশের পক্ষ থেকে আরও দুটি মামলা দায়ের করা হয়।

গত ৩১ জুলাই বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম মারা যান। ঘটনার ৩ দিন পর লাইভ সাপোর্টে থাকা আহত ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে  মারা যায়।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ পুলিশের বিরুদ্ধে ভোলার আদালতে হত্যা মামলা করা হয়।

মনজুর রহমান/ইবিনটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৫ পুলিশের বিরুদ্ধে আরেক মামলা

আপডেটের সময় ১২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান
বাদি হয়ে  ৪৫  পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা দায়ের করেন। মামলায় ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ৪৫ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।ছাড়াও আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন তাখিল করতে ভোলা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী  এডভোকেট আমিরুল হক বাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে  পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির  পক্ষ থেকে দুটি এবং পুলিশের পক্ষ থেকে আরও দুটি মামলা দায়ের করা হয়।

গত ৩১ জুলাই বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম মারা যান। ঘটনার ৩ দিন পর লাইভ সাপোর্টে থাকা আহত ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে  মারা যায়।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ পুলিশের বিরুদ্ধে ভোলার আদালতে হত্যা মামলা করা হয়।

মনজুর রহমান/ইবিনটাইমস