জ্বালানির মূল্য বৃদ্ধিতে পিরোজপুরে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: হটাৎ করে বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারনে পিরোজপুরে গণপরিবহন গুলোতে বাস মালিক সমিতির ঘোষণা ছাড়াই নতুন করে ভাড়া বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার রাত ১২টার পর পেট্রোল লিটার প্রতি ৪৪ টাকা, অকটেন লিটার প্রতি ৪৬ টাকা ও ডিজেল লিটার প্রতি ৩৪ টাকা বৃদ্ধি করায় পিরোজপুরে গণপরিবহন গুলো প্রত্যেক রুটে ১০ থেকে ২০ টাকা করে যাত্রীপ্রতি ভাড়া বৃদ্ধি করেছে। শনিবার (৬ আগস্ট) সকাল থেকে পরিবহন গুলোতে এ ভাড়া বারানো হয়।

শনিবার (৬ আগস্ট) সরজমিনে পিরোজপুরের বাস স্টেশন গুলোতে দেখা যায়, বাস মালিক সমিতির ঘোষণা ছাড়াই সকাল থেকে চালকেরা প্রত্যেক রুটে ১০ টাকা থেকে ২০ টাকা করে ভাড়া বাড়িয়ে গাড়ি ছাড়ছেন। এতে দুর্ভোগে পরছেন যাত্রীরা।

পিরোজপুর থেকে মঠবাড়িয়া বাস ভাড়া ছিল ৮০ টাকা সেখানে ১০ টাকা বাড়িয়ে ভাড়া করা হয় ৯০ টাকা। পিরোজপুর থেকে ভান্ডারিয়ায় ভাড়া ছিল ৪০ টাকা ১৫ টাকা বাড়িয়ে ভাড়া করা হয়েছে ৫৫ টাকা। পিরোজপুর থেকে খুলনা পূর্বের বাস ভাড়া ছিল ১৩০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেখানে ভাড়া ২০ টাকা বাড়িয়ে ভাড়া করা হয়েছে ১৫০ টাকা। এছাড়াও পিরোজপুর থেকে ঢাকাগামী প্রত্যেকটি পরিবহনে ৫০ টাকা ভাড়া বৃদ্ধি করে বাসে যাত্রী তোলা হচ্ছে।

গণপরিবহন গুলোর পাশাপাশি ভাড়া বাড়িয়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা। পিরোজপুর থেকে খুলনার রুপসা ঘাট পর্যন্ত মোটরসাইকেল ভাড়া ছিল ৫০০ টাকা সেখানে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা, বাগেরহাটে ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা ভাড়া নিচ্ছে মোটরসাইকেল চালকেরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা।

পিরোজপুর টু মঠবাড়িয়া রুটের বাসচালক নুরুল ইসলাম লিটু বলেন, হটাৎ করে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছে তেলের দাম এত বাড়ানোর কারনে আমরা ১০ টাকা ভাড়া বাড়িয়েছি। তবে এরপরে মালিক সমিতি যে সিদ্ধান্ত নেবে তা আমরা মানবো।

মোটরসাইকেল চালক মো. তানভীর বলেন, পেট্রোল এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আগে ১০০ টাকার তেলে ৪৫ কিমি গেলে এখন ১০০ টাকার তেলে যাবে ৩০ কিলোমিটার। আমরা ভাড়া না বাড়ালে তো গাড়ি চালাতে পারবো না।

ভান্ডারিয়া গামী বাসের যাত্রী মহুয়া বেগম বলেন, বাসচালককের কোন ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে একজায়গা থেকে অন্য যায়গায় যেতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে।

ঢাকাগামী দোলা পরিবহনের কাউন্টার ম্যান সোহেল হাসান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পিরোজপুর থেকে ঢাকা ৫০ টাকা ভাড়া বারানো হয়েছে। তবে আগামীকাল থেকে হয়তো ভাড়া আরও বাড়তে পারে।

ঢাকা যাওয়ার জন্য বাস স্টেশনে এসেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি পরিবহনে ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে এখন আমাদের তো কিছু করারা নাই আমরা ভুক্তভোগী বেশি ভাড়া দিয়েই ঢাকা যেতে হবে।

পিরোজপুর ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রিয়াজ হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন জারি করার পর রাত ১২ টা থেকে নতুন দামে তেল বিক্রি করা হচ্ছে। আমরা ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাচ্ছি। এতেও আমাদের সমস্যা হচ্ছে। অন্য দিকে আবার তেল নিতে আসা অনেকে দাম দেওয়া নিয়ে ঝামেলা করছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »