ভোলায় বিএনপির হরতাল চলছে, শক্ত অবস্থানে পুলিশ

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় বিএনপির ডাকা হরতাল চলছে। সকাল থেকে কোথায় কেন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮ টার দিকে  হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

সকাল থেকেই রিক্সা,অটোরিক্সা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে শহর জুড়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।
তবে সড়কে পিকেটিং লক্ষ করা যায়নি, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অল্প সংখ্যক নেতাকর্মীদের অবস্থান লক্ষ করা গেছে। সকাল থেকে ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সাইভ সার্পোটে থাকা  জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপির ৭৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫০ আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »