ভোলায় কেন্দ্রীয় বিএনপির সংবাদ সম্মেলন,হরতাল প্রত্যাহার

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ধারাবাহিক কর্মসূচী চলবে, জনগের দাবী রাখতেই হরতালের ডাক দেয়া হয়েছিলো। দলীয় কর্মীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আপাতত জনগের দুর্ভোগ কথা চিন্তা করে আধাবেলা পর হরতাল প্রত্যাহার করা করা হয়েছে।
তিনি বলেন, শোকেরা মাসে তাদের স্লোগান ছিলো কাঁদো  বাঙ্গালি কাঁদো  তারাই পুলিশ দিয়ে সেচ্ছাসেবক দল সদস্য ও ছাত্রদল সভাপতিতে হত্যা করে জনগনকে কাদিয়েছে।এ হত্যাকান্ডের বিচার হবে। বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এরআগে হরতালের সমর্থনে শহর দফায় দফায় বিক্ষোভ কর্মসূচী পাল করে বিএনপি কর্মীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয়। এদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন ছিলো। দুপুর ১ টার পর থেকে জেলার সার্বিক পরিস্তিতি শান্ত হতে শুরু করলেও থমথমে অবস্থা বিরাজ করছিলো। শহরের গুরুপ্তপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিলো।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও মেজর( অব) হাফিজ উদ্দিন,বিলকিস জাহান শিরিনসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলো। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। পরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় নেতারা।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় লাইভ সার্পোটে থাকা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »