ভোলা থেকে নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদ মিছিলে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় গুরুত্বর আহত হয়েছেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।গুরুত্বর আহত নুরে আলমকে উন্নত চিকিৎসাধীন অবস্থায় ঢাকার গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার (০৩ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
ভোলা সদর ছাত্রদলের নির্বাহী সদস্য মহসিন সবুজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৩১ জুলাই ঘটনার দিন আঃ রহিম নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ নিয়ে ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ নেতা নিহত হন।
উল্লেখ্য, দেশজুড়ে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার (৩১ জুলাই) জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনার দিন একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
মনজুর রহমান/ইবিটাইমস