হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: ঢাকা – সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ চত্ত্বর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অভিযান। সোমবার মহাসড়কে যানজট সৃষ্টিকারি গাড়ি গুলি কে রেকারের মাধ্যমে অপসারণ করা হয়। এসময় ও রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটও উচ্ছেদ করা হয়।

মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলির বিরুদ্ধে মামলা দেয়া হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহমদ বলেন, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস গুলি মহাসড়কে দাড় করিয়ে প্রায়ই যানজট সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। যানজট নিরসনে এ অভিযান চালানো হয়েছে। গাড়ির পাশাপাশি মহাসড়কের পাশে বসা অবৈধ দোকানপাঠ ও উচ্ছেদ করা হয়েছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »