ভোলা থেকে নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শ মোঃ জসিম বাদী হয়ে পুলিশের উপর হামলার এবং সেচ্চাসেবদল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
এতে নাম উল্লেখ করে ৭৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ আসামী করা হয়েছে। পুলিশ-বিএরপি সংঘর্ষের ঘটনায় এখন পর্যান্ত ৮ জনকে আটক করা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে সেচ্ছাসেবক দলের কর্মী আঃ রহিম হত্যাকান্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মালামার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস