ভিয়েনা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সন্তানের জনকের বাঁচার আকুতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ২৬ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : মোশাররফ হোসেন কাশেম (৪২)। ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর কোড়ালমারা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা চর জহিরুদ্দিনে বসবাস করেন। বড় মেয়ে তামান্না চরফ্যাশনে নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর ছোট মেয়ে তানিশা বাবা-মায়ের সাথে চর জহিরুদ্দিন থাকে, সে স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

মোশাররফ হোসেন কাশেম চর জহিরুদ্দিনে একটি ফার্মেসির রোজগারে সংসারের ভরনপোষণ জোগাতেন। অঢেল পরিমানে জমি বা অর্থ সম্পদ না থাকলেও স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছিল সুখের সংসার। তবে বর্তমানে দুরারোগ্য ব্যধি বাসা বেঁধেছে কাশেমের দেহে। তার হার্টের ৪টি বাল্বই প্রায় অকেজো হয়ে পরেছে বলে জানিয়ে অতি দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে কাশেমের দুচোখে ঘোর অন্ধকার নেমে এসেছে।

মোশাররফ হোসেন কাশেম বলেন, চলতি বছেরের জানুয়ারির শেষ সপ্তাহে তার সুখের সংসারে দুঃখ হানা দেয়। হঠাৎই শারীরিক সমস্যা দেখা দিলে চরফ্যাশন গিয়ে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। এসময় ডাক্তার জানান, তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। অতি দ্রুত অপারেশন করাতে হবে। যার জন্য প্রায় বিশ লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চরফ্যাশনসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখানো, টেস্ট ও ঔষধের পেছনে নিজের জমানো টাকাসহ ধারদেনা করে প্রায় ৪লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন। বর্তমানে চিকিৎসা ব্যয় মিটাতে ঘরভিটা ছাড়া আর কোনও সম্পদ বাকি নেই। তবে ঘরভিটা বিক্রি করলেও একলাখ টাকার বেশি পাওয়া যাবেনা। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন মোশাররফ হোসেন কাশেম।

কাশেমের সাথে যোগাযোগ ০১৩০৯-৬৯২৮৮৭, নাম্বারটি বিকাশ রয়েছে। এছাড়াও ব্যাংক একাউন্ট নাম্বার রয়েছে, মোশাররফ হোসেন কাশেম
উত্তরা ব্যাংক, তজুমদ্দিন শাখা ৭১২৩। মানুষ মানুষের জন্য, সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে দুই সন্তানের জনক মোশাররফ হোসেন কাশেমের প্রাণ।

সালাম সেনটু/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই সন্তানের জনকের বাঁচার আকুতি

আপডেটের সময় ১১:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

লালমোহন প্রতিনিধি : মোশাররফ হোসেন কাশেম (৪২)। ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর কোড়ালমারা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা চর জহিরুদ্দিনে বসবাস করেন। বড় মেয়ে তামান্না চরফ্যাশনে নানা বাড়িতে থেকে পড়াশোনা করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর ছোট মেয়ে তানিশা বাবা-মায়ের সাথে চর জহিরুদ্দিন থাকে, সে স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

মোশাররফ হোসেন কাশেম চর জহিরুদ্দিনে একটি ফার্মেসির রোজগারে সংসারের ভরনপোষণ জোগাতেন। অঢেল পরিমানে জমি বা অর্থ সম্পদ না থাকলেও স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছিল সুখের সংসার। তবে বর্তমানে দুরারোগ্য ব্যধি বাসা বেঁধেছে কাশেমের দেহে। তার হার্টের ৪টি বাল্বই প্রায় অকেজো হয়ে পরেছে বলে জানিয়ে অতি দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে কাশেমের দুচোখে ঘোর অন্ধকার নেমে এসেছে।

মোশাররফ হোসেন কাশেম বলেন, চলতি বছেরের জানুয়ারির শেষ সপ্তাহে তার সুখের সংসারে দুঃখ হানা দেয়। হঠাৎই শারীরিক সমস্যা দেখা দিলে চরফ্যাশন গিয়ে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। এসময় ডাক্তার জানান, তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। অতি দ্রুত অপারেশন করাতে হবে। যার জন্য প্রায় বিশ লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চরফ্যাশনসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখানো, টেস্ট ও ঔষধের পেছনে নিজের জমানো টাকাসহ ধারদেনা করে প্রায় ৪লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন। বর্তমানে চিকিৎসা ব্যয় মিটাতে ঘরভিটা ছাড়া আর কোনও সম্পদ বাকি নেই। তবে ঘরভিটা বিক্রি করলেও একলাখ টাকার বেশি পাওয়া যাবেনা। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন মোশাররফ হোসেন কাশেম।

কাশেমের সাথে যোগাযোগ ০১৩০৯-৬৯২৮৮৭, নাম্বারটি বিকাশ রয়েছে। এছাড়াও ব্যাংক একাউন্ট নাম্বার রয়েছে, মোশাররফ হোসেন কাশেম
উত্তরা ব্যাংক, তজুমদ্দিন শাখা ৭১২৩। মানুষ মানুষের জন্য, সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে দুই সন্তানের জনক মোশাররফ হোসেন কাশেমের প্রাণ।

সালাম সেনটু/ইবিটাইমস