ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নানা ধরনের নীতি পদক্ষেপের পরও যখন থামানো যাচ্ছে না ডলারের দামের ঊর্ধ্বগতি, তখন ডলারের দাম নিয়ন্ত্রণে রাজধানী খোলা বাজারে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ১০টি টিম একযোগে খোলাবাজারে বিভিন্ন মানি চেঞ্জার হাউজগুলোতে অভিযান চালায়।
অভিযানে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নথি পরীক্ষাসহ অনিয়মের খোঁজ করে কর্মকর্তারা। এই অভিযানে শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকতাই নয় ছিল অন্যান্য গোয়েন্দা সংস্থাও।
অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলামের দাবি, বাজারে পর্যাপ্ত ডলারের সরবরাহ রয়েছে। অহেতুক মূল্য বৃদ্ধিতে কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠানের অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। এসময় কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের অনিয়ম পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে ব্যক্তি পর্যায়ে কারও কাছে অতিরিক্ত ডলারের সন্ধান পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি জানান, ব্যক্তি পর্যায়ে কার কাছে অতিরিক্ত ডলার পেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ