ভোলার দৌলতখানে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা পুলিশের আয়োজনে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার।

এ সময় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার বলেন, দেশে ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ চোর-ডাকাতের প্রকোপ বেড়েছে যার প্রকোপ বন্ধ করতে অবশ্যই পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসময় আরো বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান থানার ওসি তদন্ত শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইয়াছিন লিটন, ইউপি সদস্য, সচিব, ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ আরো অনেকে।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »