নাজিরপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের  শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপজেলার কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম ও দেউলবাড়িদোবরা ইউপি চেয়ারম্যান এএফএম  রফিকুল ইসলাম বাবুল সহ ওই দুই ইউনিয়নের ১৮জন সাধারন ও ৬ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য শপথ নেন।  এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান,  জেলা নির্বাচন কর্মকর্মা মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী  কমিশিনার (ভুমি) মো. আল মামুন, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল,  উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ জুন  উপজেলা কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি দোবরা এ দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুই ইউনিয়নে নৌকা প্রার্থীদের পরাজয় ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয় হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »