নেত্রকোনা: আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুর্গাপুরের মেয়র নির্বাচিত হন আলাউদ্দিন আলাল। কিন্তু এরপরই বদলে যান তিনি। স্থানীয় নেতা-কর্মীদের সাথে দূরত্ব তৈরি করে কাছে টেনে নেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের। এসব বিষয়ে প্রতিবাদের সুযোগ নেই দলের নেতা-কর্মীদেল কারন প্রতিবাদ করলেই হুমকি নিশ্চিত।
দুর্গাপুর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়ালের সাথে সখ্যতা রেখেই দতায়িত্ব পালন করছেন পৌর মেয়র আলাল। তার বালুর ব্যবসায পরিচালনা করছেন বিএনপি-জামায়াতের নেতাককর্মীরা। এসব নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাথে তার মতবিরোধ এখন প্রকাশ্যে। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব জানিয়ে কেন্দ্রে অভিযোগও করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, পৌর মেয়রের স্বেচ্ছাচারিতায় দলের সিনিয়র নেতারা নাজেহাল হচ্ছেন। তাদের অভিযোগ উড়ে এসে জুড়ে বসে পৌর মেয়র আলাল আওয়ামী লীগকে বিতর্কিত করছে। আওয়ামী লীগের পরিচয় বিক্রি করে তিনি বিএনপি এবং জামায়াতের নেতাদের মদদ দিচ্ছেন। তার বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগ নয় সরকার বিরোধীদের উপস্থিতিই থাকে বেশি।
এএসটি/ইবিটাইমস/আরএন