ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে ফ্লিমি স্টাইলে ছাত্রলীগ নেতাকে শর্টগান ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া সেই ব্যাক্তির পরিচয় মিলছে। তার নাম আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস। তিনি খুলনায় জমি বেঁচা-কেনা একটি মিডিয়ার সাথে জড়িত। তিনি জেলার হরিণটানা থানার রায়েরমহল
রোড়ের মো. হারেজ বিশ্বাসের ছেলে তিনি জমা-জমি বেঁচা-কেনা প্রতিষ্ঠান বিশ্বাস গ্রুপের সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি খুলনা জেলা আ’লীগের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, গত ১১ জুলাই সোমবার বিকালে পিরোজপুর শহর থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই আজগর বিশ্বাস। এ সময় শহরের পিটিআই মোড়ে গাড়িটি ধাক্কা দেয় পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালকে। এতে তিনি ক্ষুব্দ হয়ে মোটরসাইকেল চালিয়ে কিছু দূর গিয়ে গাড়িটির গতিরোধ করেন এবং গাড়ীর চালককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করে। এ পুরো ঘটনার ভিডিওটি পাশের একটি দোকানের সিসি ক্যামেরার রেকর্ড হয়।
এ ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ সহ ছাত্রলীগ নেতা আসিফ ইকবার পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল জানান, গত ১১ জুলাই (সোমবার) বিকেলে পিরোজপুর শহরের নতুন বাসস্টান্ড এলাকায় বসে ওই গড়িটির কাছে গিয়ে চালকে গাড়িটি ধীর গতিতে চালাতে বললে ক্ষিপ্ত হয়ে গাড়ির চালক ওই আজগর বিশ্বাস গাড়ি থেকে বের হন। এ সময় গাড়ির পিছন থেকে একটি শর্টগান বের করে ফ্লিমি স্টাইলে শর্টগানটি লোড করে আমার বুকে ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়’। বিষয়টি নিয়ে মিডিয়া সহ প্রশাসনিক মহলে তোলপাড় সৃষ্টি হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো: মাসুদুজ্জামান জানান, আফিস ইকবাল থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষটি আমরা বিভিন্ন প্রশাসনিক টিমকে অবহিত করেছি।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস