চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ। আজ শনিবার এ উপলক্ষে চরফ্যাসনে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা সকাল ১১ টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
‘ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগনকে আরো সচেতন করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উৎযাপন করা হচ্ছে। এ উপলক্ষে চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজিত মত বিনিময় সভায় চরফ্যাসনে বিভিন্ন কর্মসূচী পালন করার কথা জানিয়েছেন মেরিন ফিসারিজ মোঃ সাইদুর রহমান। আগামী দিন রবিবার সকাল ১০ উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে চরফ্যাসন শহরে প্রদক্ষিণ শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় জাতীয় মৎস্যসপ্তাহে সকল কর্মসুচীতে অংশ গ্রহন সহ স্ব স্ব পত্রিকায় সংবাদ প্রচারের কথা বলা হয়েছে।
ভোলা /ইবিটাইমস