সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ ভোলার সদর উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৩২৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী একযোগে সারাদেশের ২৬ হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ভোলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত থেকে সদর উপজেলার ৩২৫ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই- লাহী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ,অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সুবিধা ভুগি পরিবারগুলোর সদস্যরা।
উল্লেখ, ভোলা জেলার সাত উপজেলায় মোট ১২৯১ টি ঘর সহ জমি সস্থান্তর করেন। ভোলা সদর উপজেলা ৩২৫ টি,দৌলতখান উপজেলা ২০১টি, বোরহানউদ্দিন উপজেলা ১০০ টি,তজুমদ্দিন ১৪৫টি,লালমোহন ২৯০টি,চরফ্যাশন ১৬০টি,ও মনপুরায় ৭০টি জমি সহ ঘরের চাবি সস্থান্তর করা হয়েছে।
এদিকে চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি জামাল মোল্লা জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে চরফ্যাসন উপজেলায় ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রজগোপাল টাউনহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপকারভোগীদের উপস্থিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান।
অনুষ্ঠানে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ৯০টি, জাহানপুর ইউনিয়নে ৩৬টি, ওসমানগঞ্জ ইউনিয়নে ৩৩টি, নুরাবাদ ইউনিয়নে ১০টি, নজরুল নগর ইউনিয়নে ১৩টি ঘরের কাগজপত্র উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় সুবিধাভোগীদের মধ্যে হাজারীগঞ্জের তানিয়া এবং পারুল কান্নাজড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বার বার ক্ষমতা আসার জন্য দোয়া করেন। তাদের ঘর ছিলনা, জায়গা ছিলনা ২ শতক জমির দলিল ও সেমিপাকা ঘর পেয়ে আনন্দিত। সুবিধাভোগীদের চোখে মুখে আনন্দের ছাপ।
অন্যদিকে লালমোহন থেকে আমাদের প্রতিনিধি জাহিদ দুলাল জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেল ভোলার লালমোহনের ২৯০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী একযোগে সারাদেশের ২৬হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এর আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শাওন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, ইউএনও পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
ভোলা /ইবিটাইমস/এম আর