লালমোহনে স্বর্ণকারদের সাথে পুলিশের মতবিনিময়

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বর্ণকার ও বাজার ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে লালমোহন থানা পুলিশ ।

বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর নির্দেশে ও লালমোহন থানার আয়োজনে বুধবার দুপুরে থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার।
সভায় চোরাই স্বর্ণ ক্রয়-

বিক্রয় বা অপরিচিত কারও কাছ থেকে স্বর্ণ ক্রয়ে বিরত থাকা এবং স্বর্ণ বিক্রি করতে আসা কাউকে সন্দেহ হলে পুলিশ কে অবহিত করতে স্বর্ণকারদের প্রতি আহবান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারি, স্বর্ণকার সমিতির আহবায়ক নুরুন্নবী, সদস্য সচিব তারক কর্মকার, সাবেক সভাপতি শম্ভু কর্মকারসহ আরও অনেকে।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »