সিমা বেগম,ভোলা সদর প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের জয়তুন নেছার খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ঃ০০ঘটিকার সময় ভেলুমিয়া ইউনিয়নবাসির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের নতুন বাজার থেকে শুরু হয়ে ভোলা জেলা ও দায়রা জজকোর্টের সামনে গিয়ে শেষ হয়, পড়ে সেখানে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, খুনি কাবিল,সোহেল,নাজমা ও ভারাটিয়া খুনি রবিউল এবং মান্নানদের দ্রুত বিচারের আয়োতায় আনতে হবে।
উল্লেখ্য গত ১১ জুলাই হাত পা বাধা অবস্থায় বৃদ্ধা জয়তুন নেছার মরদেহ উদ্ধার করে ভোলা সদর মডেল থানা পুলিশ। ইতিমধ্যে জয়তুন নেছা হত্যাকান্ডের ঘটনায় ৫ জন আসামি আটক করেন থানা পুলিশ।
ভোলা/ইবিটাইমস