ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ছাড়া কোন নির্বাচন হবে না: মির্জা আব্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ১৬ সময় দেখুন

ঢাকা: দেশে-বিদেশে যত ষড়যন্ত্রই হোক, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি তিনি।

আব্বাস বলেন, অনেক হয়েছে সরকারকে আর ছাড় দেবে না বিএনপি। তিনি আরও জানান, দাবি আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে তারা। এই নির্বাচন কমিশনকে বিএনপি মানে না, তাই তাদের ডাকা সংলাপে অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর, সংসদ ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। তাদের অধীনেই হতে হবে, আগামী নির্বাচন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ছাড়া কোন নির্বাচন হবে না: মির্জা আব্বাস

আপডেটের সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

ঢাকা: দেশে-বিদেশে যত ষড়যন্ত্রই হোক, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি তিনি।

আব্বাস বলেন, অনেক হয়েছে সরকারকে আর ছাড় দেবে না বিএনপি। তিনি আরও জানান, দাবি আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে তারা। এই নির্বাচন কমিশনকে বিএনপি মানে না, তাই তাদের ডাকা সংলাপে অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর, সংসদ ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। তাদের অধীনেই হতে হবে, আগামী নির্বাচন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ