চরফ্যাসন প্রতিনিধিঃ সেরা কৃষি উদ্যেগ (ব্যক্তি) হিসেবে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২২ পাওয়ায় এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের আয়োজনে রবিবার সন্ধ্যায় চরফ্যাসন ডাকবাংলোর হলরুমে জাহিদুল ইসলাম সৌরভ কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌর মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি বক্তৃতা করেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন,নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
এস এস সি ৯২ ব্যাচের বন্ধুদের আয়োজনে সংবর্ধিত অতিথি জাহিদুল ইসলাম সৌরভ বলেন, আমরা যার যার জায়গা থেকে দেশ ও নিজকে স্বাবলম্বী করতে বাড়ীর আঙ্গীনায় বিভিন্ন জাতের সবজি ও ফলের চাষ করতে পারলে নিজের এবং দেশের উপকার হবে। তিনি আরো বলেন, চরফ্যাসন হালাল ও সঠিক ওজন এবং ফরমালিন মুক্ত সকল ধরনের পণ্য বাজারজাত করতে নিজেই একটি কারখানা তৈরী করবেন। সকল কে সময় কাজে লাগিয়ে আত্ম নির্ভরশীল হওয়ার আহবান জানান।
এসময় চরফ্যাসনে এসএসসি ৯২ এর বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত এসএসসি ৯২ বন্ধু জাহিদুল ইসলাম সৌরভ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান ও বিশেষ অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট দিলেন এসএসসি ৯২ ব্যাচ।
ভোলা /ইবিটাইমস