ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি’র নেতৃত্বে টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও
পুস্পমাল্য অর্পন করলেন পিরোজপুরের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৩জুলাই) দুপুরে তারা সেখানে যান। এ সময় বঙ্গবন্ধুর কবরে পুস্পমাল্য অর্পন সহ দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি
সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, নজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ
সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, জেলা কৃষকলীগের সভাপতি চান মিয়া মাঝি, জেলা মৎস্য জীবীলীগের সভাপতি সিকদার চাঁন, নাজিরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সজীব, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস