অস্ট্রিয়ায় গ্রীষ্মকালীন সময়ে করোনার নতুন দৈনিক সংক্রমণ ৭০,০০০ হাজারের সতর্কতা- গেকো!

অস্ট্রিয়া আসন্ন গ্রীষ্মকালেই করোনা ভাইরাসের পরবর্তী প্রাদুর্ভাবে প্রবেশ করতে যাচ্ছে,বিশেষজ্ঞদের সতর্কতা ছিল আগামী শরতের শুরুতে।

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung শুক্রবার (১ জুলাই) অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স গেকোর প্রধান ক্যাথেরিনা রাইখের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। গেকো জানিয়েছে বর্তমানে করোনার নতুন সংক্রমণের বিস্তার যেভাবে বাড়ছে,সে হিসাবের পরিসংখ্যান অনুযায়ী আসন্ন গ্রীষ্মকালেই করোনার নতুন দৈনিক সংক্রমণ ৭০,০০০ হাজারে উঠতে পারে। গেকো আরও জানিয়েছে এখনই প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করলে বা দেশের মানুষ নিজের থেকে সতর্কতার সাথে চললে সংক্রমণের বিস্তার কমে আসতে পারে।

তবে করোনার টাস্ক ফোর্স গেকোর উপদেষ্টা প্যানেলের মধ্যে করোনার বর্তমান তরঙ্গ কখন শীর্ষে উঠবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও মতবিরোধ রয়েছে। GECKO এর মতে, গ্রীষ্মে স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রথম ওমিক্রন তরঙ্গের মতো একটি চাপ পরিস্থিতি সম্ভাবনা আছে । এর অর্থ হল সাধারণ পরিচর্যার প্রয়োজনে বিপুল সংখ্যক রোগীর একত্রিত হওয়া, জনসংখ্যার গণ কোয়ারেন্টাইন এবং এইভাবে স্বাস্থ্যকর্মীরা।

গেকো আরও জানিয়েছে, সামনের দিন গুলোতে অস্ট্রিয়ায় পুনরায় করোনায় সংক্রামিত হয়ে প্রায় চার হাজার রোগী পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে পারে।
আইসিইউর রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩০০ শতে উঠতে পারে। গেকো সন্দেহ করছে এই গ্রীষ্মকালীন ছুটির সময়ে অস্ট্রিয়ায় করোনার দৈনিক নতুন সংক্রমণ ৩৫,০০০ থেকে ৭০,০০০ হাজারের মধ্যে উঠানামা করবে।

অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে রাজধানী ভিয়েনা ও প্রতিবেশী বুর্গেনল্যান্ড রাজ্যকে পুনরায় করোনার সংক্রমণ বিস্তারের ঝুঁকিপূর্ণ কমলা গ্রুপে স্থানান্তরিত করেছে। এই দুই রাজ্যে বর্তমানে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ৫০ জনের উপরে।

গ্রীষ্মকালীন ছুটির জন্য স্কুলের খালি শ্রেণীকক্ষ এবং অফিস থেকে করোনার সংক্রমণের বিস্তার না হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। অবশ্য স্কুল ও অফিস থেকে করোনার নতুন প্রাদুর্ভাবের বিস্তার না ঘটলেও আসন্ন গ্রীষ্মকালীন ছুটির সময় অস্ট্রিয়ায় করোনার নতুন প্রাদুর্ভাব শুরুর একটি সতর্ক রয়েছে।

গেকো করোনভাইরাস প্রতিরোধে ওষুধের সহজলভ্যতা সহজতর করার সুপারিশ করেছে সরকারের কাছে। বর্তমানে ই-প্রেসক্রিপশনের মাধ্যমে সমস্যাটিকে সহজ করার পক্ষে এবং সাধারণ অনুশীলনকারীদের কাছে সরাসরি ইস্যু করার পক্ষে কথা বলেছেন গেকো। এছাড়াও, ফার্মেসিগুলিতে ওষুধের প্রাপ্যতা এবং যত্নের সুবিধাগুলি নিশ্চিত করতে গেকো সরকারকে পরামর্শ দিয়েছে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১০,৪২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩,২৭৬ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,২৭২ জন,OÖ রাজ্যে ১,৪৭১ জন,Steiermark রাজ্যে ১,১২৪ জন,Tirol রাজ্যে ৫৯৫ জন,Salzburg রাজ্যে
৫৩৯ জন,Kärnten রাজ্যে ৪১৮ জন,Vorarlberg রাজ্যে ৩৭৬ জন এবং Burgenland রাজ্যে ৩৫৩ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩০ জন এবং করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজ গ্রহণ করেছেন ৭,৩৬৩ জন। এখানে উল্লেখ্য যে,মে মাস থেকেই অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে। এই পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজ গ্রহণ করেছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৩৮,৮৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৭৯২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৩,১৪,৯৪০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,০৫,১৫১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৯ জন এবং হাসপাতালে
চিকিৎসাধীন আছেন ৮৭০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »