গত শনিবার ভিয়েনার স্থানীয় একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অস্ট্রিয়া বিএনপির এই নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মিজবাহ উদ্দিন।
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি জানান,অস্ট্রিয়া বিএনপি নেতা মিজবাহ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম মিজবাহ উদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি অস্ট্রিয়া বিএনপি-
কে শক্তিশালী ও সুসংগঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। মিজবাহ উদ্দিন এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও সমব্যাথী।
মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি- তিনি যেন তাকে বেহেস্ত নসীব করেন শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মিজবাহ উদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাছাড়াও ভিয়েনায় দুই দিনের সাংগঠনিক সফরে আসা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার স্মরণে এক আলোচনা ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছেন।
আমাদের ভিয়েনা প্রতিনিধি জানান মঙ্গলবার (২৮ জুন) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কী মসজিদ আকসায় দুপুর ১২:৩০ মিনিটে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমেই। তার মরদেহ দেশে পাঠানো হবে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিকের উপরে মানুষ তার এই নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.ফারুক আল মাদানি জানাজার নামাজ পড়ান। জানাজায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম শাইখ সায়েদুর রহমান, শাইখ মুহিউদ্দীন মাসুম এবং শাইখ গুলামুর রহমান। জানাজার নামাজের পর তুর্কী আকসা মসজিদে
যোহর নামাজের ইমামতি করেন শাইখ ড.ফারুক আল মাদানি।
জানাজার নামাজের পূর্বে মরহুম মিজবাহ উদ্দিনের ছোট ভাই ছোটন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি সকলের নিকট তার ভাইয়ের পরকালের মুক্তির জন্য
দোয়া করার অনুরোধ করেন। সিনিয়র ইমাম ড.ফারুক আল মাদানি সহ অন্যান্য সকল ইমাম সাহেবগণও মরহুম মিজবাহ উদ্দিন ভাইয়ের সাথে অতীতে মসজিদে তাদের সাথে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তারা সকলেই মানুষের মৃত্যুবরণ শুধুমাত্র মহান আল্লাহতায়ালার হুকুমেই হয় সে সম্পর্কে কোরআন ও হাদিস থেক সামান্য আলোচনা করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের পরিচিত মাসুদুর রহমান মাসুদ আমাদের প্রতিনিধিকে জানান, আজ মঙ্গলবার দুপুরে মরহুম মিজবাহ উদ্দিনের নামাজে জানাজা হলেও তার মরদেহ দেশের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে পাঠানো হবে আগামীকাল বুধবার (২৯ জুন)। বাজিতপুরে তার বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজার পর সেখানেই তাকে চিরনিদ্রায় সমাহিত করার কথা রয়েছে।
মৃত্যুর সময় মিজবাহ উদ্দিনের বয়স হয়েছিল ৫৩ বছর। তাছাড়াও মৃত্যুর সময় তিনি আরও রেখে গেছেন তার স্ত্রী ও দুই কন্যা যাদের বয়স ১৭ + এবং ৯ + । তার যথসময়ের ফ্লাইট না পাওয়ায় সামান্য কয়েকদিন পর যাচ্ছেন। মিজবাহ উদ্দিনের মা এখনও বেঁচে আছেন এবং দেশের প্রতি তার একান্ত আগ্রহ থাকার কারনেও তার মরদেহ দেশে দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।
মিজবাহ উদ্দিনের জানাজার নামাজের পর উপস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অনেকেই তার মেয়েদের জন্য উপহার হিসাবে নগদ ক্যাশ অর্থ প্রদান করতে দেখা গেছে। এখানে উল্লেখ্য যে,মরহুম মিজবাহ উদ্দিনের পরিবারই তার দাফন-কাফন ও মরদেহ দেশে পাঠানোর ব্যায়ভার বহন করছেন। যদি এখনও মরহুম মিজবাহ উদ্দিনের মেয়েদের জন্য উপহার বাবদ কিছু দিতে চান তাহলে আমাদের কমিউনিটির কিশোরগঞ্জ নিবাসী সকলের পরিচিত মাসুদুর রহমান মাসুদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
মরহুম মিজবাহ উদ্দিন দেশে থাকতেই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি অস্ট্রিয়া আসার পূর্বে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে অস্ট্রিয়া বিএনপিও গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস