ইউরোপীয় ইউনিয়ন পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরামের ছত্রছায়ায় ইউরোপে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য মিশর এবং ইসরাইলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে
আন্তর্জাতিক ডেস্কঃ এমিরাটস নিউজ এজেন্সি ও ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে গত বুধবার (১৫ জুন) মিশরীয় পেট্রোলিয়াম মন্ত্রী তারেক আল মোল্লা, ইসরাইলের জ্বালানি মন্ত্রী কারিন এলহারার এবং ইইউ এনার্জি কমিশনার কাদরি সিমসন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের উপস্থিতিতে কায়রোতে অভিপ্রায়ের একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে,ইসরাইল তার প্রতিবেশী মিশরে গ্যাস সরবরাহ করবে, যেখানে এটি তরল করে ইউরোপে রপ্তানি করা হবে। ইসরাইলের জ্বালানি মন্ত্রী কারিন এলহারার এই চুক্তির ব্যাখ্যা করে বলেন যে, চুক্তিটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ইইউতে প্রাকৃতিক গ্যাসের স্থিতিশীল বিতরণে কাজ করবে।
“ইইউ নিজেকে রাশিয়ার গ্যাসের উপর কম নির্ভরশীল করতে চায়, যার সরবরাহ গত বছর ব্লকের গ্যাস ব্যবহারের শতকরা ৪৫ শতাংশের জন্য দায়ী। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে, ইইউ ক্রমবর্ধমানভাবে শক্তির অন্যান্য উত্সের দিকে নজর দিয়েছে,” বলেছেন ইউরোপীয়রা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ প্রকাশ করেছেন কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন।
এদিকে ভয়েস অফ আমেরিকার এক সংবাদ পর্যালোচনায় বলা হয়েছ,মিশর, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়ন বুধবার একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তির অধীনে মিশর দুটি মিশরীয় এলএনজি প্ল্যান্টের মাধ্যমে ইউরোপে ইসরাইলি তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করবে।
তিন অংশীদারের মধ্যে গ্যাস সহযোগিতার প্রসার ঘটানোর জন্য সমঝোতা স্মারকটি কায়রোতে পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরামে স্বাক্ষরিত হয়।
মিশরের রাজনৈতিক সমাজবিজ্ঞানী সাঈদ সাদেক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যুক্তরাষ্ট্র “বর্তমানে ইসরাইল এবং লেবাননের মধ্যে সামুদ্রিক অঞ্চল সংক্রান্ত বিরোধের একটি মীমাংসা করার চেষ্টা করছে যাতে বিতর্কিত স্থানের গ্যাস ইইউর সাথে বর্তমান চুক্তির অংশ হিসেবে ব্যবহার করা যায়।”
অন্য দিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সম্প্রচার কেন্দ্র আল জাজিরা টিভি জানিয়েছে, রাশিয়া বুধবার “কায়রোতে স্বাক্ষরিত চুক্তিতে অসন্তুষ্টি প্রকাশের চিহ্ন হিসেবে” ইউরোপে তার প্রাকৃতিক গ্যাস রপ্তানি কমিয়ে দিয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, কায়রোতে স্বাক্ষরিত চুক্তিটি তার মতে, বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কঠিন সময়কালের মধ্যে “অনেক ক্ষেত্রে মিশর এবং ইইউ-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির অংশ।“ সংবাদ সম্মেলনে ভন ডার লেয়েন বলেন, ইইউ মিশরকে খাদ্য উৎপাদনে সহায়তা করতে আর্থিক ও প্রযুক্তিগতভাবে অবদান রাখবে।
কবির আহমেদ /ইবিটাইমস