শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পত্রিকায় কাজ করা কয়েক জন সাংবাদিকের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘একপেশে সংবাদ’ প্রকাশের অভিযোগে এবং রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইউক্রেন থেকে বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন এবং নিক রবিনসন। ২৯ জন সাংবাদিকের তালিকায় আছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভিও।

স্কাই টিভি, দ্য টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভি সাংবাদিকেরাও আছেন এ তালিকায়।

মঙ্গলবার রাশিয়া বিবিসির সম্পাদক ও বিভিন্ন মাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি প্রতিরক্ষা কর্মকর্তাসহ মোট ৪৯ জন ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কালো তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকেরা রাশিয়া এবং ইউক্রেন ও দনবাসে ঘটে চলা ঘটনাবলী নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং একপেশে তথ্য ছড়াচ্ছে। তাদের এ পক্ষপাতদুষ্ট মূল্যায়ন দিয়ে তারা ব্রিটিশ সমাজে রাশিয়াবিদ্বেষও বাড়াচ্ছে।’

কালো তালিকায় থাকা শীর্ষ সাংবাদিকদের মধ্যে আছেন—দ্য টাইমস এর সম্পাদক জন উইদারো, দ্য টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভান্স, দ্য গার্ডিয়ানের প্রধান সম্পাদাক ক্যাথরিন ভিনার এবং ডেইলি মেইলের সম্পাদক টেড ভেরাইটি।

এছাড়া স্কাই নিউজের সংবাদদাতা স্টুয়ার্ট রামসে, দ্য গার্ডিয়ানের শাউন ওয়াকার এবং লুক হার্ডিং, বিবিসির সংবাদদাতা নিক বেক এবং পল এডামসসহ কয়েক জন টিভি উপস্থাপক ও কলামনিস্ট রয়েছেন তালিকায়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »