চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিসহ হত্যার প্রতিবাদে চরফ্যাসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় চরফ্যাসন ফ্যাসন স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাকর্মীদের কটুক্তি ও হত্যার হুমকি দেয়ার তীব্র নিন্দা জানান। সেই সাথে ভবিষ্যতে আওয়ামী লীগ বর্তমানের মতো সকল সংগ্রাম মোকাবেলায় রাজপথে থাকার কঠোর হুশিয়ারী দেয়া হয়।
সমাবেশ শেষে ফ্যাসন স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এ বিক্ষোভ মিছিলে মিছিলে গোটা শহর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌর মেয়র ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র এবং যুবলীগ নেতা সিরাজুল ইসলাম বক্তৃতা করেন।
জামাল মোল্লা/ইবিটাইমস