কানাডার প্রাদেশিক সংসদে আবারো নির্বাচিত ডলি বেগম

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম। স্থানীয় সময় গত ২ জুন অনুষ্ঠিত অন্টারিওর ৪৩তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপির প্রার্থীতায় দ্বিতীয়বার জয়ী হলেন ৩২ বছর বয়েসী ডলি।

কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এবং দলের  সর্বকনিষ্ঠ নিউ ডেমোক্র্যাট।

গতবারের থেকে বেশি ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। প্রদত্ত মোট ভোটের প্রায় ৪৭ দশমিক ১ শতাংশ ভোটারের ম্যান্ডেট পেয়েছেন ডলি। ২০১৮ সালে তিনি পেয়েছিলেন আসনে প্রদত্ত মোট ভোটের ৪৫ দশমিক ৬৬ শতাংশ।

ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের সঙ্গে শিশু বয়সে কানাডায় অভিবাসী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি অফ টরন্টো ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডলি কুইন্স পার্কে তার প্রথম মেয়াদে সংসদ সদস্য হিসাবে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা এবং শিশু যত্নের জন্য অফিশিয়াল বিরোধী সমালোচক এবং তারপরে নাগরিকত্ব, বিদেশী শংসাপত্র এবং অভিবাসন পরিষেবাগুলোর জন্য সরকারি বিরোধী সমালোচক হিসাবে কাজ করেছেন। ডলি বিরোধী দলের (এনডিপি) ডেপুটি হুইপ এবং সামাজিক নীতি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তিনি ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, নাগরিকত্ব, বিদেশি শংসাপত্র এবং অভিবাসন পরিষেবাগুলির জন্য সরকার বিরোধী সমালোচক ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »