আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক ভিডিওবার্তায় বলেছেন, ‘১০০তম দিনের মতো ইউক্রেনীয়রা রাশিয়ার আগ্রাসনের মুখে দেশ রক্ষায় লড়াই করছে। এতে জয় আমাদেরই হবে।’
জেলেনস্কি বলেন, পার্লামেন্টের একাংশের নেতারা এখানে আছেন, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আছে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্ম্যাল এখানে আছেন, প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এবং প্রেসিডেন্টও রয়েছেন এখানে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমাদের টিম অনেক বড়। ইউক্রেনের সামরিক বাহিনী রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার দেশের আপামত মানুষ এখানে আছে।’
রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুক্রবার ১০০তম দিনে প্রবেশ করেছে। এ দিন দেশটির পূর্বাঞ্চলজুড়ে যুদ্ধের ভয়াবহতা বেড়ে যেতে দেখা যায়। ইউক্রেনের দনবাসে রুশ সেনারা তাদের অবস্থান জোরদার করছে।
কিয়েভ জানায়, মস্কো বর্তমানে ইউক্রেন ভূখন্ডের এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া ও দনবাসের বিভিন্ন অংশ অন্তর্ভূক্ত রয়েছে। রাজধানী নিরস্ত্র করার পর প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের ওপর বেশি জোর দিয়েছে। এতে যুদ্ধের প্রচন্ডতা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ