ভিয়েনা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২৩ সময় দেখুন

লালামোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বাইপাস সড়কের বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে কয়লা বোঝাই ট্রাক ও মোটরসাইকেল। এতে বড় ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটলেও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় নির্মাণাধীন গার্ডার ব্রিজের পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন জানান, সকালের দিকে ভোলা থেকে ছেড়ে আসা একটি কয়লাবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে ট্রাক ও পেছনে থাকা মোটরসাইকেল খালে পড়ে যায় এবং একটি প্রাইভেট কার ও ইজিবাইক আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যানগুলোর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই পাড়ে যাত্রী নামিয়ে দিচ্ছে যাত্রীবাহি পরিবহনগুলো। ফলে নৌকা দিয়ে খাল পারাপার করছেন যাত্রী ও পথচারীরা। এতে করে জনপ্রতি ১০টাকা ভাড়া গুনতে হচ্ছে তাদের।

ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় যাত্রী ও পথচারীদের ধৈর্য ধারনের অনুরোধ জানিয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে আটকে পড়া ট্রাক উদ্ধারের কার্যক্রম চলমান আছে। আশা করি আগামীকালের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা যাবে।

সালাম সেন্টু/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

আপডেটের সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

লালামোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বাইপাস সড়কের বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে কয়লা বোঝাই ট্রাক ও মোটরসাইকেল। এতে বড় ধরনের কোনও হতাহতের ঘটনা না ঘটলেও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় নির্মাণাধীন গার্ডার ব্রিজের পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন জানান, সকালের দিকে ভোলা থেকে ছেড়ে আসা একটি কয়লাবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে ট্রাক ও পেছনে থাকা মোটরসাইকেল খালে পড়ে যায় এবং একটি প্রাইভেট কার ও ইজিবাইক আটকে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যানগুলোর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই পাড়ে যাত্রী নামিয়ে দিচ্ছে যাত্রীবাহি পরিবহনগুলো। ফলে নৌকা দিয়ে খাল পারাপার করছেন যাত্রী ও পথচারীরা। এতে করে জনপ্রতি ১০টাকা ভাড়া গুনতে হচ্ছে তাদের।

ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় যাত্রী ও পথচারীদের ধৈর্য ধারনের অনুরোধ জানিয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে আটকে পড়া ট্রাক উদ্ধারের কার্যক্রম চলমান আছে। আশা করি আগামীকালের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করা যাবে।

সালাম সেন্টু/ইবিটাইমস