হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান-ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এসময় ট্রাকের পিছনে এসে মাইক্রোবাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এসময় বিক্ষুব্ধ জনতা আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ক মেরামত কাজে নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পরে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা পুনরায় মহাসড়ক মেরামত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ এর সত্যতা নিশ্চিত করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস